logo
ads

বাংলাদেশে আসছে বিটিসিএল সিম: এক সিমেই ইন্টারনেট, কল ও বিনোদনের অভিজ্ঞতা

যাপ্র নিউজ ডেস্ক

প্রকাশকাল: ৪ অক্টোবর ২০২৫, ১০:০৪ এ.এম
বাংলাদেশে আসছে বিটিসিএল সিম: এক সিমেই ইন্টারনেট, কল ও বিনোদনের অভিজ্ঞতা

ছবি: সংগৃহীত

বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে নতুন একটি সংযোজন আনতে যাচ্ছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। প্রতিষ্ঠানটি বাজারে আনতে যাচ্ছে তাদের প্রথম মোবাইল সিম, যা হবে একটি এমভিএনও (MVNO) সিম। অর্থাৎ, বিটিসিএল নিজস্ব মোবাইল টাওয়ার ব্যবহার না করেও অন্য মোবাইল অপারেটরের নেটওয়ার্কের মাধ্যমে সেবা প্রদান করবে।

এই সিমের মাধ্যমে ব্যবহারকারীরা যেসব সুবিধা পাবেন:

আনলিমিটেড ইন্টারনেট ব্যবহারের সুযোগ থাকবে, যা যেকোনো সময় এবং যে কোনো কাজের জন্য ব্যবহারযোগ্য হবে।

আলাপ নামের একটি অ্যাপের মাধ্যমে ভয়েস কল করা যাবে যত খুশি, তবে শর্ত হলো, যার সঙ্গে কথা বলা হবে তার ফোনেও এই অ্যাপটি থাকতে হবে।

সিমটি যেকোনো স্মার্টফোনে ব্যবহার করা যাবে, ফলে আলাদা কোনো ডিভাইস বা সেটের প্রয়োজন পড়বে না।

একটি মাত্র সিমেই ইন্টারনেট, কল এবং বিনোদনের অভিজ্ঞতা পাওয়া যাবে, যা অনেক ব্যবহারকারীর জন্য একটি সহজ ও সাশ্রয়ী সমাধান হতে পারে।

তবে একটি বিষয় মাথায় রাখতে হবে—বিটিসিএল সিম থেকে যদি সরাসরি অন্য অপারেটরে (যেমন গ্রামীণফোন, রবি, বাংলালিংক) কল করা হয়, তাহলে সাধারণ কল রেট অনুযায়ী চার্জ কাটা হবে। শুধুমাত্র আলাপ অ্যাপের মাধ্যমে করা কলেই থাকবে আনলিমিটেড সুবিধা।

সিমের মূল্য এখনো নির্ধারণ করা হয়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি বাজারের অন্যান্য সাধারণ সিমের মতোই মূল্যে পাওয়া যাবে। যাদের স্মার্টফোন নেই, তাদের জন্য থাকবে মাত্র ৫০০ টাকা অগ্রিম দিয়ে কিস্তিতে স্মার্টফোন নেওয়ার সুযোগ।

বিটিসিএল আগামী অক্টোবর ২০২৫-এ এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে। তখন জানানো হবে সিমের দাম, কোথায় পাওয়া যাবে এবং কীভাবে সংযোগ নেওয়া যাবে।

সব মিলিয়ে, বিটিসিএল সিম হতে যাচ্ছে এমন একটি সেবা, যেখানে কম খরচে একসাথে ইন্টারনেট, কল এবং বিনোদনের সুবিধা পাওয়া যাবে। আগ্রহীদের জন্য অপেক্ষা এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার।

এই বিভাগের আরও খবর

dainikamarbangla

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ