logo
ads

হোয়াটসঅ্যাপে আসছে নতুন নাইট মোড ফিচার, অন্ধকারেও তুলুন পরিষ্কার ছবি

যাপ্র প্রযুক্তি ডেস্ক

প্রকাশকাল: ৩০ জুলাই ২০২৫, ০২:২৩ এ.এম
হোয়াটসঅ্যাপে আসছে নতুন নাইট মোড ফিচার, অন্ধকারেও তুলুন পরিষ্কার ছবি

ছবি: সংগৃহীত

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ তাদের ক্যামেরায় যুক্ত করেছে নতুন এক ফিচার—নাইট মোড। এই ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা কম আলোতেও তুলতে পারবেন উজ্জ্বল ও পরিষ্কার ছবি।

প্রযুক্তি বিষয়ক বিশ্বস্ত প্ল্যাটফর্ম WABetaInfo সর্বপ্রথম এই ফিচার সম্পর্কে জানায়। তাদের প্রকাশিত ব্লগ পোস্টে উল্লেখ করা হয়, নাইট মোড ফিচারটি দেখা গেছে হোয়াটসঅ্যাপ বেটা ফর অ্যান্ড্রয়েড ভার্সন ২.২৫.২২.২-এ, যা আপাতত গুগল প্লে স্টোরের বিটা ব্যবহারকারীদের জন্য উপলব্ধ।

এই ফিচার ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপের ক্যামেরা স্ক্রিন থেকে। যখন ফোনের ক্যামেরা অন্ধকার বা কম আলোয় কাজ করবে, তখন স্ক্রিনের উপরের দিকে চাঁদের আইকনের (Moon Icon) মতো একটি বোতাম দেখা যাবে। ব্যবহারকারী চাইলে সেটি ট্যাপ করে ফিচারটি ম্যানুয়ালি চালু করতে পারবেন। এটি স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয় না।

WABetaInfo জানায়, হোয়াটসঅ্যাপের এই নাইট মোড ফিচার ছবির রঙ বা গঠন নষ্ট করে না। বরং সফটওয়্যার নির্ভরভাবে ছবির উজ্জ্বলতা এবং স্বচ্ছতা বাড়ায়। কম আলোয় ক্যামেরা চালু করলে সাধারণত যে নয়েজ বা ঝাপসা ভাব থাকে, সেটিও এই মোডে অনেকটাই কমে আসে। ফলে ছবি হয়ে ওঠে আরও স্বচ্ছ, ব্যালান্সড ও বাস্তবধর্মী।

এই মুহূর্তে ফিচারটি কেবল বিটা টেস্টারদের জন্য চালু রয়েছে। তবে ধারণা করা হচ্ছে, পরীক্ষামূলকভাবে সফল হলে খুব শিগগিরই এটি স্টেবল আপডেট হিসেবে সকল ব্যবহারকারীর জন্য রোলআউট করা হবে।

বিশেষ করে যারা হোয়াটসঅ্যাপের ক্যামেরা ব্যবহার করে ছবি তোলেন, স্ট্যাটাস আপলোড করেন বা ডকুমেন্ট স্ক্যান করেন, তাদের জন্য এই ফিচার নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হতে যাচ্ছে।

থার্ড-পার্টি অ্যাপ ছাড়াই এখন হোয়াটসঅ্যাপেই পাওয়া যাবে কম আলোয় ছবি তোলার সুবিধা। এখন দেখার বিষয়, এই ফিচার কবে নাগাদ স্টেবল ভার্সনে সবার জন্য উন্মুক্ত হয়।

এই বিভাগের আরও খবর

dainikamarbangla

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ