logo
ads

আর কতদিন থাকবে বৃষ্টি জানাল আবহাওয়া অফিস

যাপ্র আবহাওয়া ডেস্ক

প্রকাশকাল: ৮ আগস্ট ২০২৫, ০৩:৪৫ পি.এম
আর কতদিন থাকবে বৃষ্টি জানাল আবহাওয়া অফিস

ছবি: সংগৃহীত

রাজধানীসহ দেশের প্রায় সব অঞ্চলে আজও বৃষ্টি চলছে। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে শুক্রবার (৮ আগস্ট) সারাদিনই বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর জানান, “মৌসুমি বায়ুর শক্তি বাড়ার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বেড়েছে। বিশেষ করে ঢাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত টানা বৃষ্টি হতে পারে, তবে দুপুরের পর এর মাত্রা কিছুটা কমতে পারে।” তিনি আরও বলেন, “এই বৃষ্টিপাত আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে।”

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল (৭ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত দেশের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডে, যেখানে ৮৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। একই সময়ে ঢাকায় হয়েছে মাত্র ২ মিলিমিটার বৃষ্টি। সংস্থাটি জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

একই সময়ে, আবহাওয়া অধিদপ্তর সতর্ক করেছে যে দেশের সাতটি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলো হলো খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার। এসব এলাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঝোড়ো হাওয়ার সঙ্গে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। তাই সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, বর্তমানে মৌসুমি বায়ু পুরোপুরি শক্তিশালী অবস্থায় রয়েছে, যা বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ার প্রবণতা বাড়াবে। ফলে নদীবন্দরগুলোকে বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে যাতে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়ানো যায়।

এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় হঠাৎ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে যান চলাচলে সমস্যা তৈরি হতে পারে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্কতা জারি করেছে। সাধারণ মানুষকে আবহাওয়ার আপডেট সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

dainikamarbangla

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ