logo
ads

ঢাকায় ২৪ ঘণ্টায় ২৩ মিলিমিটার বৃষ্টি, বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস সারাদেশে

যাপ্র আবহাওয়া ডেস্ক

প্রকাশকাল: ২৭ জুলাই ২০২৫, ০৬:৫২ পি.এম
ঢাকায় ২৪ ঘণ্টায় ২৩ মিলিমিটার বৃষ্টি, বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস সারাদেশে

ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৬টা পর্যন্ত) রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। আজও দেশের বিভিন্ন অঞ্চলের মতো রাজধানীতেও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রবিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে জানানো হয়, "সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টা পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময়ে ঢাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।"

এছাড়া পূর্বাভাসে বলা হয়, "এই সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।"

দিনের তাপমাত্রা সম্পর্কে পূর্বাভাসে জানানো হয়, "দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৪ শতাংশ। গতকাল শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ১ ডিগ্রি এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।"

সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, "আজ সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।"

পূর্বাভাসে আরও বলা হয়, "খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে। সেই সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।"

এই বিভাগের আরও খবর

dainikamarbangla

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ