চট্রগ্রাম মহানগর ও তার জেলার বিভিন্ন স্থানে বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়, যার মাত্রা ছিল ৪ দশমিক ৯।
এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে অনেকে আতঙ্কে বাসা ছেড়ে বাইরে বের হয়ে আসেন।
রাত ৮টা ২৬ মিনিটে কম্পন অনুভব করার পর বহু মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে তা নিয়ে স্ট্যাটাস দেওয়া শুরু করেন।
আবহাওয়া অফিসের ওয়্যারলেস সুপারভাইজার সঞ্জয় কুমার বিশ্বাস জানিয়েছেন, "ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমার। ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ছিল ৪০৯ কিলোমিটার।"