logo
ads

ঢাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত

যাপ্র আবহাওয়া ডেস্ক

প্রকাশকাল: ৩ আগস্ট ২০২৫, ১১:০২ এ.এম
ঢাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় রোববার দিনের বেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ঢাকায় দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রোববার সকাল ৬টায় রাজধানীতে তাপমাত্রা রেকর্ড করা হয় ২৯ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ। আগের দিন শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। গেল ২৪ ঘণ্টায় মাত্র ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

এছাড়া দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আজ সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত যে পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে জানানো হয়—বর্তমানে কোনো সতর্কবার্তা নেই এবং কোথাও সংকেত দেখানোর প্রয়োজন নেই। ফলে নদীপথে নৌযান চলাচলে বড় ধরনের কোনো ঝুঁকি নেই বলেও জানানো হয়েছে।

আবহাওয়ার এমন পরিস্থিতিতে দিনের বেশিরভাগ সময়েই গরম ও আর্দ্র আবহাওয়া বিরাজ করতে পারে, তবে দুপুরের পর বা বিকেলের দিকে হালকা বৃষ্টি কিছুটা স্বস্তি আনতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

dainikamarbangla

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ