গাজা ভূখণ্ড পুরোপুরি দখলের পথে এগোচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এ লক্ষ্যে তিনি একটি পরিকল্পনা ঘোষণা করতে যাচ্ছেন বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যমগুলো। মঙ্গলবার আলজাজিরা এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে।
সোমবার আই২৪নিউজ, দ্য জেরুজালেম পোস্ট, চ্যানেল ১২ এবং ওয়াইনেটের খবরে উঠে এসেছে, নেতানিয়াহুর নির্দেশ অনুযায়ী গাজার প্রতিটি এলাকায় অভিযান চালাবে ইসরায়েলি বাহিনী। এমনকি হামাসের হাতে আটক জিম্মিদের অবস্থানেও অভিযান চালানো হবে।
চ্যানেল ১২-এর প্রধান রাজনৈতিক বিশ্লেষক আমিত সেগা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, “সিদ্ধান্ত হয়ে গেছে। পূর্ণ আত্মসমর্পণ না করা পর্যন্ত হামাস আর কোনো জিম্মি ছাড়বে না, আমরাও আত্মসমর্পণ করব না। এখন যদি আমরা পদক্ষেপ না নিই, তাহলে জিম্মিরা না খেয়ে মারা যাবেন এবং গাজা হামাসের নিয়ন্ত্রণেই থাকবে।”
এই পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়ে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে—“দ্রুত হস্তক্ষেপ করুন।”
অন্যদিকে মঙ্গলবার গাজা পরিস্থিতি নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন নেতানিয়াহু, যেখানে যুদ্ধ-সম্পর্কিত মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হবে। দীর্ঘ প্রায় দুই বছর ধরে চলা সংঘাতের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ সময় নেতানিয়াহু আন্তর্জাতিক চাপের মুখেও পড়েছেন। গাজায় খাদ্য সংকট, শিশুদের অপুষ্টিজনিত মৃত্যু এবং অসংখ্য বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আন্তর্জাতিক সম্প্রদায় আহ্বান জানিয়েছে—“যুদ্ধ বন্ধ করুন এবং আরও মানবিক সহায়তা প্রবেশের ব্যবস্থা করুন।”