আমরা অনেকেই মুরগিকে ‘নির্বোধ পাখি’ ভাবি। কিন্তু জানলে অবাক হবেন—মুরগিরা গণনা বুঝতে পারে!
২০১৫ সালে Science সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় প্রমাণ মিলেছে—ছোট ছোট বাচ্চা মুরগিরাও ৫ পর্যন্ত সংখ্যা বুঝতে পারে এবং মানসিকভাবে তা স্মরণ রাখতে পারে। গবেষণায় দেখা গেছে, বাচ্চা মুরগিদের সামনে দুই ভিন্ন সংখ্যার বস্তু উপস্থাপন করলে তারা বেশি সংখ্যার দিকে ঝোঁক দেখায়। এমনকি বস্তুগুলো লুকিয়ে রাখলেও তারা মনে রাখতে পারে কোন দিকে কত ছিল! এটি মানুষের “mental number line” ধারণার মতো—যা এতদিন শুধু মানুষ ও বানরদের মধ্যেই পাওয়া যেত।
গবেষণার নেতৃত্ব দেন রোসেল্লা রেগোলিন, যিনি বলেন—“এই ফলাফল আমাদেরকে শেখায়, অনেক পশুর মধ্যেই আমরা যতটা ভাবি তার চেয়ে অনেক বেশি জটিল জ্ঞান থাকে।”
আদতে, মুরগিরাও যে গুণতে পারে, তা আমাদের চিন্তাকে বদলে দেয়। প্রকৃতির এই সাধারণ পাখিটির ভেতরেও আছে অসাধারণ মানসিক দক্ষতা—যা আমরা এতদিন অজানাই রেখেছি।