logo
ads

যে তিন আসনে লড়বেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ৩ নভেম্বর ২০২৫, ০৭:৫৫ পি.এম
যে তিন আসনে লড়বেন খালেদা জিয়া

ছবি: সংগৃহীত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে একক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। প্রাথমিকভাবে ২৩৭টি আসনে প্রার্থী দেওয়া হয়েছে। এর মধ্যে বগুড়া-৭, ফেনী-১ এবং দিনাজপুর-৩ আসন থেকে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঘোষণার সময় তিনি বলেন, “এটা একটি প্রাথমিক বা সম্ভাব্য তালিকা। আমরা ২২৫টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছি। তবে প্রয়োজনে এই তালিকায় পরিবর্তন আনা হতে পারে। এখন পর্যন্ত এটিকেই সবচেয়ে উপযুক্ত বা অ্যাপ্রোপিয়েট তালিকা হিসেবে ধরা যেতে পারে।”

এই বিভাগের আরও খবর

dainikamarbangla

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ