আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মোট ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে। আজ সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এ তালিকা প্রকাশ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘোষিত প্রার্থীদের মধ্যে ঢাকার আসনগুলোতে রয়েছেন—
ঢাকা-১: খন্দকার আবু আশফাক
ঢাকা-২: আমানউল্লাহ আমান
ঢাকা-৩: গয়েশ্বর চন্দ্র রায়
ঢাকা-৪: তানভীর আহমেদ রবিন
ঢাকা-৫: নবীউল্লাহ নবী
ঢাকা-৬: ইশরাক হোসেন
ঢাকা-৮: মির্জা আব্বাস
ঢাকা-১১: এম কাইয়ুম
ঢাকা-১২: সাইফুল আলম নীরব
ঢাকা-১৪: সানজিদা ইসলাম তুলি
ঢাকা-১৫: শফিকুল ইসলাম খান
ঢাকা-১৬: আমিনুল হক
ঢাকা-১৯: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন
তবে ঢাকা-৭, ৯, ১০, ১৩, ১৭, ১৮ ও ২০ আসনের প্রার্থীদের নাম এখনো ঘোষণা করা হয়নি। বিএনপি জানিয়েছে, এসব আসনের প্রার্থী তালিকা পরবর্তীতে প্রকাশ করা হবে।


