logo
ads

জামায়াত প্রার্থীর মাইক কেড়ে নিলো নিজ দলের কর্মীরা

যাপ্র নিউজ ডেস্ক

প্রকাশকাল: ২৭ অক্টোবর ২০২৫, ০৬:০৪ পি.এম
জামায়াত প্রার্থীর মাইক কেড়ে নিলো নিজ দলের কর্মীরা

ছবি: সংগৃহীত

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা নায়েবে আমির মুশাররফ হোসেনের হাত থেকে মাইক কেড়ে নিয়েছেন তারই দলের স্থানীয় নেতাকর্মীরা।

সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাসস্টেশনে ৫ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত গণমিছিল ও সমাবেশে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত ওই সমাবেশে বক্তব্য দেওয়ার সময় প্রার্থী মুশাররফ হোসেনের কাছ থেকে হঠাৎ কিছু কর্মী মাইক ছিনিয়ে নেন।

সমাবেশে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. আব্দুল মতিন, জেলা সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ার হোসেন, চান্দিনা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, পৌর জামায়াতের আমির মাওলানা আবুল হোসেনসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

ঘটনা সম্পর্কে জানতে চাইলে চান্দিনা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান বলেন, “বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের স্থানীয় এমপি প্রাণ গোপাল দত্তের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার অভিযোগে দলীয় নেতাকর্মীরা প্রার্থী মুশাররফ হোসেনের প্রতি ক্ষুব্ধ। সেই ক্ষোভ থেকেই তারা এমন আচরণ করেছেন।”

এই বিভাগের আরও খবর

dainikamarbangla

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ