logo
ads

নির্বাচনে বাধা দিলে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে: মির্জা ফখরুল

বিশেষ প্রতিবেদক

প্রকাশকাল: ২৮ আগস্ট ২০২৫, ০৯:৪৪ পি.এম
নির্বাচনে বাধা দিলে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে: মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “যারা নির্বাচনে বাধা দেওয়ার চেষ্টা করবে, তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। তাই হঠকারী সিদ্ধান্ত নিলে তার ক্ষতি হবে সংশ্লিষ্টদেরই।”

বৃহস্পতিবার (২৮ আগস্ট) নির্বাচন কমিশন ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপকে স্বাগত জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “এবার নির্বাচনের পথে হাঁটল নির্বাচন কমিশন। দেশের সমস্যা সমাধানে নির্বাচন দেওয়ার কোনো বিকল্প নেই। যারা নির্বাচনে বাধা দেওয়ার বা বর্জনের সিদ্ধান্ত নিচ্ছেন, তারা নিশ্চিহ্ন হয়ে যাবে।”

তিনি আরও আশা প্রকাশ করে বলেন, “এবারের নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু।”

গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি অতীতেও অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করেছে জানিয়ে তিনি বলেন, সামনেও সব ধরণের সহায়তা করবে দলটি।

এর আগে আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রোডম্যাপ ঘোষণা করেন। এতে ২৪টি গুরুত্বপূর্ণ কাজকে প্রাধান্য দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে রয়েছে— সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্তকরণ, রাজনৈতিক দল নিবন্ধন এবং দেশি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্ত করা।

ইসি আগেই জানিয়েছে, জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে। আর তফসিল ঘোষণা করা হবে চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে।

এই বিভাগের আরও খবর

dainikamarbangla

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ