logo
ads

ডাকসু নির্বাচনে হিজাব পরিহিতা প্রার্থীদের নিয়ে আপত্তিকর আচরণ

যাপ্র নিউজ ডেস্ক

প্রকাশকাল: ২৬ আগস্ট ২০২৫, ০৯:১১ পি.এম
ডাকসু নির্বাচনে হিজাব পরিহিতা প্রার্থীদের নিয়ে আপত্তিকর আচরণ

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রচারণার প্রথম দিনেই হিজাব পরিহিতা নারী প্রার্থীদের লক্ষ্য করে আক্রোশ প্রকাশ পেয়েছে বলে অভিযোগ করেছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী এস এম ফরহাদ।

মঙ্গলবার বিকেলে নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘নির্বাচনী প্রচারণার প্রথম দিনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রচারণা বোর্ড ভেঙে দেওয়া হয়েছে। বিশেষত হিজাব পরিহিত নারী প্রার্থীদের প্রতি আক্রোশ ফুটে উঠেছে। প্রত্যক্ষ্যর্শীদের মতে, অজ্ঞাত দুই থেকে তিনজন ব্যক্তি এই ঘটনায় জড়িত ছিলেন। ইতোমধ্যে হামলাকারীদের ছবি ও ভিডিও সামনে এসেছে। যেহেতু স্পষ্ট ফুটেজ রয়েছে, এবং এলাকাটি সিসিটিভির আওতাধীন, কাজেই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তড়িৎ ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসীনতা এবং পক্ষপাতদুষ্ট মনোভাবে শিক্ষার্থীদের মনে নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে সংশয় সৃষ্টি হবে।’

এই বিভাগের আরও খবর

dainikamarbangla

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ