logo
ads

ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্রার্থী ঘোষণা

যাপ্র নিউজ ডেস্ক

প্রকাশকাল: ২০ আগস্ট ২০২৫, ০৩:৩৩ পি.এম
ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্রার্থী ঘোষণা

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নিজেদের প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

সংগঠনটির পক্ষ থেকে ভিপি পদে মনোনয়ন পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫–১৬ সেশনের শিক্ষার্থী আবিদুল ইসলাম খান। আর জিএস পদে মনোনীত হয়েছেন কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক ও উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮–১৯ সেশনের শিক্ষার্থী তানভীর বারী হামিম

এ ছাড়া এজিএস পদে মনোনয়ন পেয়েছেন বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮–১৯ সেশনের শিক্ষার্থী তানভীর আল হাদী মায়েদ

আজ বুধবার দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে এই প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনেও ছাত্রদল কোনো পূর্ণাঙ্গ প্যানেল প্রকাশ করেনি। সে সময় একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন সংগঠনটির নেতাকর্মীরা। পরে আজ সংবাদ সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হলো।

এই বিভাগের আরও খবর

dainikamarbangla

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ