এবার ১৫ আগস্ট কোনো কর্মসূচি পালন করবেন না বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম। তবে ১৬ আগস্ট ঘাটাইলে ‘বড় করে’ মাকড়াই দিবস উদযাপন করবেন তিনি। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী মঙ্গলবার (১২ আগস্ট) বাংলানিউজকে কর্মসূচি নিশ্চিত করে বলেন, “আমরা ঐতিহাসিক মাকড়াই দিবস বড় করে আয়োজন করার উদ্যোগ নিয়েছি।”
উল্লেখ্য, ১৯৭১ সালের ১৬ আগস্ট টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মাকড়াই অঞ্চলে পাকিস্তানি সেনাদের সঙ্গে সম্মুখযুদ্ধে আহত হয়েছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম। এরপর থেকে দিনটি কাদেরিয়া বাহিনী ও কৃষক শ্রমিক জনতা লীগ ‘মাকড়াই দিবস’ হিসেবে পালন করে আসছে।
কাদেরিয়া বাহিনীর সূত্র জানায়, এবার মাকড়াই দিবস ভিন্নভাবে পালনের পরিকল্পনা নিয়েছেন কাদের সিদ্দিকী। কাদেরিয়া বাহিনীর জীবিত মুক্তিযোদ্ধাদেরও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।
১৯৯৯ সালের ২৪ ডিসেম্বর আওয়ামী লীগ থেকে বেরিয়ে এসে কৃষক শ্রমিক জনতা লীগ প্রতিষ্ঠা করেন মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকী। পরের বছর ২০০০ সালের ১৬ আগস্ট মাকড়াই থেকেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের ডাক দিয়েছিলেন তিনি।