logo
ads

হত্যাচেষ্টা মামলায় শমী কায়সারের জামিন

যাপ্র নিউজ ডেস্ক

প্রকাশকাল: ১১ আগস্ট ২০২৫, ১১:০১ এ.এম
হত্যাচেষ্টা মামলায় শমী কায়সারের জামিন

ছবি: সংগৃহীত

অভিনেত্রী শমী কায়সার গত বছরের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা চেষ্টার মামলায় জামিন পেয়েছেন। 

সোমবার (১১ আগস্ট) হাইকোর্ট থেকে তিনি এ জামিন আদেশ লাভ করেন।

চলতি বছরের ৯ এপ্রিল, ঢাকার উত্তরা এলাকায় টঙ্গী সরকারি কলেজের অনার্স শিক্ষার্থী জুবায়ের হাসান ইউসুফকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় ঢাকার সিএমএম আদালত শমী কায়সারকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।

মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেন টঙ্গী সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী জুবায়ের হাসান ইউসুফ (২০)। সেদিন দুপুর ১২টা ৫০ মিনিটে আন্দোলনকারীদের মিছিল উত্তরা পূর্ব থানাধীন আজমপুর এলাকায় পৌঁছালে, আসামিদের ছোঁড়া গুলিতে জুবায়েরের বাম কাঁধে গুলি লাগে এবং তিনি মাটিতে পড়ে যান। পরবর্তীতে চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে ওঠেন।

এ ঘটনায় ২২ আগস্ট উত্তরা পূর্ব থানায় মামলা করেন জুবায়ের, যেখানে ১১ জনকে নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়। মামলায় অভিনেত্রী শমী কায়সারকে সন্দেহভাজন হিসেবে উল্লেখ করা হয়।

পরে, ৮ ডিসেম্বর হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন শমী কায়সার। শুনানি শেষে আদালত তাকে তিন মাসের জামিন মঞ্জুর করেন। তবে ১২ ডিসেম্বর আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত সেই জামিন আদেশ স্থগিত করেন।

এর আগে, ৫ নভেম্বর রাতের দিকে রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের ৫৩ নম্বর বাসা থেকে শমী কায়সারকে আটক করা হয়। পরদিন ৬ নভেম্বর, ইশতিয়াক মাহমুদ হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের নির্দেশে রিমান্ডে নেওয়া হয়।

এই বিভাগের আরও খবর

dainikamarbangla

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ