logo
ads

তরুণদের প্রথম ভোট ‘ধানের শীষে’ দিতে আহ্বান তারেক রহমানের

যাপ্র নিউজ ডেস্ক

প্রকাশকাল: ৪ আগস্ট ২০২৫, ১১:০৫ এ.এম
তরুণদের প্রথম ভোট ‘ধানের শীষে’ দিতে আহ্বান তারেক রহমানের

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান || ছবি: সংগৃহীত

জাতীয় নির্বাচনে তরুণ ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে তাদের ‘ধানের শীষে’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

৩ আগস্ট (রোববার) রাজধানীর শাহবাগে ছাত্রদলের আয়োজিত ছাত্র সমাবেশে অনলাইনে যুক্ত হয়ে লন্ডন থেকে এই আহ্বান জানান তিনি।

তার বক্তব্যে তিনি তুলে ধরেন, দীর্ঘ সময় ধরে দেশের বিপুলসংখ্যক তরুণ ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হয়েছেন। তিনি বলেন, ‘গত দেড় যুগে দেশে চার কোটির বেশি তরুণ প্রথম ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন। সামনে জাতীয় নির্বাচন। এবার তোমাদের হারানো অধিকার ফিরে পাওয়ার সময়। ধানের শীষ প্রতীকে প্রথম ভোট হবে তোমাদের অধিকার প্রতিষ্ঠার হাতিয়ার।’

তরুণ প্রজন্মের উন্নয়নে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, দলটি শুধু শ্লোগানে সীমাবদ্ধ নয়, বাস্তবমুখী উদ্যোগ নিয়ে এগোচ্ছে। তারেক রহমান বলেন, ‘ভবিষ্যতের শিক্ষানীতিতে ব্যবহারিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হবে। স্কুল জীবন থেকেই কারিগরি জ্ঞান, যেমন: মেডিক্যাল টেকনিশিয়ান, ডেন্টাল হাইজিন, আইটি ও সফটওয়্যার বিষয়ে প্রশিক্ষণের সুযোগ থাকবে।’

প্রবাসে কাজের জন্য দক্ষতা বৃদ্ধির অংশ হিসেবে ভাষা শিক্ষা ব্যবস্থার সম্প্রসারণের কথাও তিনি তুলে ধরেন। ‘ইংরেজির পাশাপাশি বিদেশগামী তরুণদের উপযোগী করে জার্মান, চীনা, জাপানি ও ফরাসি ভাষা শিক্ষা ব্যবস্থাও চালু করার পরিকল্পনা’, বলেন তিনি।

শুধু ভোট নয়, তরুণদের ভবিষ্যতের দায়িত্ব নিতেও বিএনপি প্রস্তুত বলে জানান তারেক রহমান। ‘বিএনপি শুধু তরুণদের ভোট চায় না, বরং তাদের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব নিতে চায়। দেশজুড়ে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে তরুণ উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে অর্থায়ন ও পরামর্শ সুবিধা নিশ্চিত’, এ প্রতিশ্রুতিও দেন তিনি।

আন্তর্জাতিক রেমিট্যান্স এবং ফ্রিল্যান্সারদের আয় নিরাপদে দেশে আনার জন্য নতুন প্ল্যাটফর্ম তৈরির প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘ফ্রিল্যান্সাররা আজ বৈদেশিক মুদ্রায় আয় করলেও তা দেশে আনতে নানা জটিলতায় পড়েন। বিএনপি সরকারে এলে এসব লেনদেনের জন্য নিরাপদ ও সহজ প্ল্যাটফর্ম তৈরি করা হবে, যাতে করে তরুণরা বৈধভাবেই দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারে।’

ক্যাম্পাস জীবনে নিরাপত্তা, আবাসন এবং পাঠকাঠামোর মানোন্নয়নের কথাও আসে তার বক্তব্যে। ‘তরুণদের নিরাপদ ক্যাম্পাস, আবাসন ও মানসম্মত খাবারের নিশ্চয়তা, আধুনিক ডিজিটাল লাইব্রেরি তৈরির প্রতিশ্রুতি’ দানের কথা জানান তিনি।

আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়া ছাত্রদলের কর্মীদের ত্যাগ স্মরণ করে তিনি বলেন, ‘এই জুলাই মাসে ছাত্রদলের বহু নেতাকর্মী শহিদ হয়েছেন, নিখোঁজ হয়েছেন, গ্রেপ্তার হয়েছেন হাজারো কর্মী। কিন্তু এই আন্দোলন থেমে নেই, তরুণদের স্রোত একে আরও এগিয়ে নিয়ে যাবে।'

ভবিষ্যৎ নেতৃত্ব গঠনের আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘তোমরা ভবিষ্যতে দেশকে গড়ে তুলবে। সে জন্য নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলতে হবে। নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হলে একাধিক ভাষা জানতে হবে। বিএনপি তরুণদেরকে একাধিক ভাষা শিক্ষার সুযোগ তৈরি করে দিতে চায়। ইংরেজি ভাষার ওপর আমরা আলাদা জোর দিতে চাই। কিন্তু শুধু চাই—আমরা আরও কতগুলো ভাষা রাখতে চাই, যেগুলো জানলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিজেদেরকে তৈরি করতে পারবে।’

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, শামসুজ্জামান দুদু, আমানউল্লাহ আমান, খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেলসহ দলের শীর্ষ নেতারা।

এই বিভাগের আরও খবর

dainikamarbangla

বিশেষ সংবাদ