logo
ads

নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে এনসিপি, প্রস্তুত শহীদ মিনার

বিশেষ প্রতিবেদক

প্রকাশকাল: ২ আগস্ট ২০২৫, ১০:২৫ পি.এম
নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে এনসিপি, প্রস্তুত শহীদ মিনার

ছবি: সংগৃহীত

আগামী রোববার (৩ আগস্ট) বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সমাবেশকে কেন্দ্র করে ইতোমধ্যে শহীদ মিনারে চলছে পুরোদমে প্রস্তুতি।

শনিবার (২ আগস্ট) রাতে সরেজমিনে শহীদ মিনার এলাকা ঘুরে দেখা গেছে, মূল বেদির ওপর নির্মাণ করা হচ্ছে মঞ্চ, যেখান থেকে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম নতুন বাংলাদেশের ইশতেহার তুলে ধরবেন। নিরাপত্তা নিশ্চিতে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা, গাছে গাছে লাগানো হচ্ছে সাউন্ড সিস্টেমের মাইক। সমাবেশ সফল করতে মাঠে নেমেছে এনসিপির স্বেচ্ছাসেবক টিম।

এর আগেই শনিবার বিকেলে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, “রোববার (৩ আগস্ট) বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে এনসিপি। ফ্যাসিবাদের পতন হলেও ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থার পতন হয়নি। একই সঙ্গে আমরা ৫ আগস্টের মধ্যে জুলাই সনদের দাবি জানাব।” তিনি আরও বলেন, “জুলাই ঘোষণাপত্রের জন্য সরকারকে স্বাগত জানাই। তবে ৫ আগস্টের মধ্যে জুলাই সনদের বিষয়েও সুরাহা হতে হবে। জুলাই সনদের বিষয়ে অধিকাংশ ক্ষেত্রে ঐকমত্য হয়েছি। বাস্তবায়ন পদ্ধতি নিশ্চিত হয়েই আমরা সই করব। অবশ্যই এর আইনি ভিত্তি থাকতে হবে।” সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম জোর দিয়ে বলেন, “সংস্কারের কাজ নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেব না। নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হবে। সনদের ভিত্তিতেই সংসদ গঠিত হবে।” তিনি আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “জুলাই আকাঙ্ক্ষার পরিপন্থি, জুলাইয়ের নাম বিক্রি করে কেউ অপকর্ম করলে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাই।”

এদিকে, দলটির একটি অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, শহীদ মিনারে অনুষ্ঠিতব্য সমাবেশে ২৪টি মূল পয়েন্ট বা ধারা নিয়ে ইশতেহার ঘোষণা করা হবে। এসব ধারায় থাকবে—পররাষ্ট্রনীতি, খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, দুর্নীতি দমন, প্রবাসনীতি, নগরায়ণ পরিকল্পনা ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-সহ ভবিষ্যৎ বাংলাদেশের পূর্ণাঙ্গ রূপরেখা। দলটির এক নেতা বলেন, “এই ইশতেহার অনেকটা নির্বাচনী ইশতেহারের মতোই। কেন না এতে দলটি ভবিষ্যৎতে কেমন বাংলাদেশ দেখতে চায় তার ধারণা থাকবে। ২৪ এর গণঅভ্যুত্থানের ভিত্তিতে গড়ে ওঠা দল এনসিপি এজন্য এই ইশতেহারে ২৪টি ধারা বা পয়েন্ট রাখছে।”

এই বিভাগের আরও খবর

dainikamarbangla

বিশেষ সংবাদ