logo
ads

ছাত্রদলের সমাবেশে লক্ষাধিক কর্মী সমাগমের আশা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২ আগস্ট ২০২৫, ১০:১১ পি.এম
ছাত্রদলের সমাবেশে লক্ষাধিক কর্মী সমাগমের আশা

ছবি: সংগৃহীত

জুলাই মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী রোববার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদলের বড় সমাবেশ। সংগঠনটির সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক নেতাকর্মী অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে, যা ছাত্রদলের পূর্ববর্তী কোনো সমাবেশের রেকর্ড ভঙ্গ করবে বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যায় শাহবাগ এলাকায় গিয়ে দেখা গেছে, মেট্রো স্টেশন এর নিচে সমাবেশের মঞ্চ নির্মাণকাজ জোরেশোরে চলছে। মঞ্চ নির্মাণের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা, স্যানিটেশন ও জরুরি মেডিকেল সেবা নিশ্চিত করতে একাধিক টিম গঠন করা হয়েছে। কেন্দ্রীয় নেতারা সরেজমিনে কাজ তদারকি করছেন। সমাবেশ সফল করার লক্ষ্যে সারাদেশের বিশ্ববিদ্যালয়, কলেজ, মহানগর ও জেলা পর্যায়ের নেতাকর্মীদের সমন্বয়ের জন্য দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। এছাড়া প্রচার কার্যক্রমের জন্যও বিশেষ একটি কমিটি গঠন করা হয়েছে, যারা বিভিন্ন মাধ্যমে সমাবেশের প্রস্তুতি ও আহ্বান প্রচার করছে। কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলাম তারিক জানান, “আমরা অনেকদিন ধরে এই প্রস্তুতি চালিয়ে যাচ্ছি। তৃণমূল পর্যায় থেকে নেতাকর্মীরা ইতোমধ্যে ঢাকা পৌঁছাতে শুরু করেছেন। আশা করছি, এবারের সমাবেশে অংশগ্রহণ অতীতের সব রেকর্ড ভেঙে দেবে।”

সংগঠনের পক্ষ থেকে আগত নেতাকর্মীদের জন্য বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে সমাবেশ সুষ্ঠুভাবে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। শাহবাগে এই বিশাল সমাবেশকে সামনে রেখে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বিভিন্ন বিভাগ থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

এই বিভাগের আরও খবর

dainikamarbangla

বিশেষ সংবাদ