রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার শিকার হয়েছে।
সোমবার (২১ জুলাই) দুপুরে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। প্রাথমিকভাবে এ ঘটনায় অনেক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে এবং মাত্র ১২ মিনিট পর, অর্থাৎ ১টা ১৮ মিনিটে, উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসের ওপর বিধ্বস্ত হয়। দুর্ঘটনাকবলিত বিমানটিতে স্কোয়াড্রন লিডার তৌকির ছিলেন বলে জানা গেছে। এতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৯ জন মারা গেছে এবং শতাধিক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। আহতদের অবস্থাও আশংকাজনক।