দেশের জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট, লেখক ও মানবাধিকারকর্মী পিনাকী ভট্টাচার্যকে প্যারিসের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। কয়েকদিন ধরে অসুস্থবোধ করার পর অবস্থার কিছুটা অবনতি হলে তাঁকে সেখানে নেওয়া হয়। ১৪ আগস্ট রাত প্রায় ৭ টার দিকে তাঁর ফেসবুক পেইজে দেওয়া এক এডমিন পোস্টের মাধ্যমে বিষয়টি জানানো হয়। এতে জনপ্রিয় এই অ্যাক্টিভিস্টের জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
পোস্টটিতে বলা হয়েছে, ‘‘পিনাকী ভট্টাচার্য কয়েকদিন ধরেই অসুস্থতাবোধ করছেন। আজকে পরিস্থিতি কিঞ্চিৎ অবনতি হওয়ায় বৃহত্তর প্যারিসের একটি হাসপাতালে আনা হয়েছে। ডাক্তারেরা আশংকা করছে উনি আগে কোভিডে আক্রান্ত হয়েছিলেন। সম্ভবত, সেটি নিয়ে জটিলতা দেখা দিয়েছে। আপাতত নিবিড় পর্যবেক্ষণে পরীক্ষা-নিরীক্ষা চলছে। সবাই দোয়া করবেন।’’
উল্লেখ্য, ফ্যাসিস্ট হাসিনা সরকারের অন্যায়, অবিচার, দুর্নীতি, গুম-খুনের প্রতিবাদ করার কারণে জনপ্রিয় এই ব্যক্তিত্বকে দেশ ছাড়া করে তৎকালীন প্রধানমন্ত্রী ও স্বৈরশাসক শেখ হাসিনা। পরে তিনি ফ্রান্সে চলে যান। সেখান থেকেই পতিত হাসিনা সরকারের অপশাসনের বিরুদ্ধে অনলাইনে সমালোচনাধর্মী ভিডিয়োর মাধ্যমে প্রতিবাদ চালিয়ে যেতে থাকেন; তথ্য, যুক্তি ও দলিলভিত্তিক সেসব ভিডিয়ো ভিউ হতে থাকে লাখ লাখ; দেশবাসী জানতে পারে হাসিনা সরকারের অপকর্মের কাহিনী। তাঁর সমালোচনামূলক ভিডিয়োগুলো জুলাই গণঅভ্যুত্থানের পূর্বে ও অভ্যুত্থানকালীন সময়ে হাসিনাবিরোধী জনমত গঠনে ব্যাপকভাবে সাহায্য করে।