logo
ads

সিলেটে সাদা পাথর লুট: হাইকোর্টে রিট, যৌথবাহিনীর অভিযান

বিশেষ প্রতিবেদক

প্রকাশকাল: ১৪ আগস্ট ২০২৫, ১০:৪৮ এ.এম
সিলেটে সাদা পাথর লুট: হাইকোর্টে রিট, যৌথবাহিনীর অভিযান

ছবি: সংগৃহীত

সিলেটে সাদা পাথর লুটের ঘটনা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী মীর কে এম নুরুন্নবী এ রিট আবেদন দায়ের করেন। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এ রিট আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।

এদিকে, সিলেটের পর্যটনকেন্দ্রের সাদা পাথর উদ্ধারে যৌথবাহিনী অভিযান চালিয়েছে। বুধবার মধ্যরাতে ভোলাগঞ্জ সড়কের প্রবেশমুখে অভিযান পরিচালনা করা হয়। বৈধ পাথরবাহী ট্রাকগুলো যাচাই শেষে যেতে দেওয়া হচ্ছে। যৌথবাহিনীর উপস্থিতিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ট্রাকে আনা পাথরের আমদানির প্রমাণপত্র পরীক্ষা করেছেন।

চালকরাও অভিযোগ করেছেন, “তাদের কাছে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও হয়রানি করা হচ্ছে।” তারা দাবি করেছেন, “ক্রাশার মিলে অভিযান চালানো উচিত।”

সিলেটের দৃষ্টিনন্দন সাদা পাথর ও প্রকৃতিকন্যা জাফলং পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু। নৈসর্গিক সৌন্দর্যের এই প্রধান উপাদান লুট হয়ে যাওয়ায় দেশজুড়ে সমালোচনার ঝড় তুলেছে বিষয়টি।

এক বছর ধরে সরিয়ে ফেলা প্রাকৃতিক সম্পদের বাজারমূল্য প্রায় ৬০০ কোটি টাকা হলেও, ভূপ্রকৃতির ক্ষতির পরিমাণ নিরূপণযোগ্য নয়। সরকারের নীতিনির্ধারক ও পরিবেশবিদরা মনে করছেন, রাজনৈতিক ঐকমত্যের কাছে অসহায় প্রশাসনের আত্মসমর্পণের কারণে এত বড় কেলেঙ্কারি সম্ভব হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় ঘটনাস্থল পরিদর্শন করেছে। কর্মকর্তাদের মুখে মুখে ছিল সাদা পাথর চুরির ঘটনা। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক সরগরম আলোচনা চলছে।

পর্যটকরা রাজনৈতিক নেতাদের তুলোধুনা করেছেন এবং বলেছেন, “প্রাকৃতিক সৌন্দর্যের লিলাভূমি রাজনৈতিক দলের নেতাদের দানবীয় লুটপাটের কারণে এখন মরুভূমিতে রূপ নিয়েছে।”

এই বিভাগের আরও খবর

dainikamarbangla

বিশেষ সংবাদ