logo
ads

সেনাপ্রধানের নামে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট, আইএসপিআরের সতর্কতা

বিশেষ প্রতিবেদক

প্রকাশকাল: ১৪ আগস্ট ২০২৫, ০৭:২৩ এ.এম
সেনাপ্রধানের নামে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট, আইএসপিআরের সতর্কতা

প্রতীকী ছবি: সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক ভুয়া অ্যাকাউন্ট খোলার ঘটনা শনাক্ত হয়েছে। এসব ভুয়া অ্যাকাউন্ট থেকে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে বলে জানা গেছে।

বুধবার (১৩ আগস্ট) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনী কর্তৃপক্ষ জানিয়েছে— “সেনাপ্রধানের ব্যক্তিগত কোনো ফেসবুক বা অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট নেই। ভবিষ্যতেও তিনি ব্যক্তিগতভাবে এ ধরনের অ্যাকাউন্ট পরিচালনার পরিকল্পনা করছেন না।”

এ অবস্থায় সেনাবাহিনী জনসাধারণ ও গণমাধ্যমকে অনুরোধ জানিয়ে বলেছে, এসব ভুয়া অ্যাকাউন্ট থেকে প্রচারিত কোনো তথ্যের মাধ্যমে যেন কেউ বিভ্রান্ত না হন।

আইএসপিআর আরও জানিয়েছে, বিভ্রান্তি ছড়ানোর সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে।

এই বিভাগের আরও খবর

dainikamarbangla

বিশেষ সংবাদ