logo
ads

আফরান নিশোর পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে

যাপ্র বিনোদন ডেস্ক

প্রকাশকাল: ১০ আগস্ট ২০২৫, ১১:৩৫ পি.এম
আফরান নিশোর পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে

আফরান নিশো || ছবি: সংগৃহীত

অভিনয়ের জাদুতে দর্শক হৃদয়ে অটুট অবস্থান তৈরি করা ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। নাটকে অসামান্য পারফরম্যান্সের পাশাপাশি দুই বছর আগে বড় পর্দায় অভিষেক ঘটান রায়হান রাফীর পরিচালনায় মুক্তিপ্রাপ্ত ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে। সেই সাফল্যের ধারাবাহিকতায় ‘সুড়ঙ্গ ২’-এর সিক্যুয়ালে অভিনয়ের ইঙ্গিত দিয়েছেন নিশো, যা নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা। ভক্তরাও অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন নতুন এই সিনেমার জন্য।

তবে এই আনন্দঘন প্রত্যাশার মাঝে হঠাৎ করেই ভক্তদের জন্য এক দুঃসংবাদ দিয়েছেন এই অভিনেতা। হাঁটুতে আসন্ন অস্ত্রোপচারের বিষয়টি নিজেই জানিয়েছেন তিনি।

শনিবার (৯ আগস্ট) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ’ অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে নিশো বলেন, ‘সুড়ঙ্গ ২ কবে আসবে সেটা নির্মাতা রাফী জানে। আমাকেও ফিজিক্যালি ফিট হতে হবে। পুরোপুরি অ্যাকটিভ লাইফ লিড করতে হলে আমাকে একটা নি সার্জারি করাতে হবে।’

তিনি আরও বলেন, ‘এটা এর আগে কখনো বলা হয়নি। আজ প্রথমবার বলছি। এখন যদি সবাই ভাবে "তোমার তো পা ভাঙা", তাহলে তো আর কাজ পাব না।’

এদিকে, ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে সেপ্টেম্বরে মুক্তি পেতে যাচ্ছে ভিকি জাহেদের পরিচালনায় নির্মিত সিরিজ ‘আঁকা’, যেখানে নিশোর সঙ্গে অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা।

এছাড়াও, সম্প্রতি রেদওয়ান রনির নতুন সিনেমা ‘দম’-এ চুক্তিবদ্ধ হয়েছেন আফরান নিশো। এই সিনেমায় তার সঙ্গে অভিনয় করবেন শক্তিশালী অভিনেতা চঞ্চল চৌধুরী। চলতি বছরের শেষ দিকে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে, আর এটি  আগামী রোজার ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে।

এই বিভাগের আরও খবর

dainikamarbangla

বিশেষ সংবাদ