logo
ads

দেশে নতুন ভোটার সংখ্যা ২৪ লাখ ৩৮ হাজার: ইসি

যাপ্র নিউজ ডেস্ক

প্রকাশকাল: ১০ আগস্ট ২০২৫, ০২:১০ পি.এম
দেশে নতুন ভোটার সংখ্যা ২৪ লাখ ৩৮ হাজার: ইসি

ছবি: সংগৃহীত

বর্তমানে দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জন। নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, নতুনভাবে যুক্ত হয়েছেন ২৪ লাখ ৩৮ হাজার ৬২৬ জন ভোটার।

রোববার ইসি সাড়ে ৪৪ লাখ বাদ পড়া ভোটারের সম্পূরক হালনাগাদ তালিকার খসড়া প্রকাশ করে। এ তালিকায় কোনো তথ্য ভুল থাকলে ১২ দিনের মধ্যে সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে।

ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম বলেন, “সারাদেশে উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে স্ব স্ব এলাকার তালিকা প্রকাশ করা হয়েছে। এতে কারো ভুল থাকলে সংশোধন করে নিতে পারবেন।”

সম্পূরক তালিকা প্রকাশের ফলে নতুন ভোটার অন্তর্ভুক্তি, মৃত্যুর কারণে বা অযোগ্যতার ভিত্তিতে ভোটার কর্তন, ভোটার স্থানান্তর এবং তথ্য সংশোধন বা ভুল-ভ্রান্তি দূর করার জন্য ফরম-২, ফরম-১২, ফরম-১৩ এবং ফরম-১৪ এর মাধ্যমে দরখাস্ত জমা দেওয়া যাবে ২১ আগস্ট পর্যন্ত।

উপজেলা/থানা নির্বাচন অফিসার এবং রেজিস্ট্রেশন অফিসারগণ দাখিলকৃত দরখাস্তসমূহ ২৪ আগস্টের মধ্যে নিষ্পত্তি করবেন। এরপর বাকি কার্যক্রম সম্পন্ন করে ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

বর্তমানে দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এ বিষয়ে ইসি জানিয়েছে, “যাদের বয়স ৩১ অক্টোবর পর্যন্ত ১৮ বছর পূর্ণ হবে, তারাও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় যুক্ত হবেন।”

এই বিভাগের আরও খবর

dainikamarbangla

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ