logo
ads

মালয়েশিয়ায় প্রবেশে বাধা, ফেরত পাঠানো হলো ২৬ বাংলাদেশিকে

যাপ্র ডেস্ক

প্রকাশকাল: ৯ আগস্ট ২০২৫, ১১:১৮ পি.এম
মালয়েশিয়ায় প্রবেশে বাধা, ফেরত পাঠানো হলো ২৬ বাংলাদেশিকে

ছবি: সংগৃহীত

ফের ২৬ জন বাংলাদেশিকে মালয়েশিয়ায় প্রবেশে বাধা দিয়েছে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)।

সংস্থাটির তথ্য অনুযায়ী, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৫ আগস্ট) ঢাকা থেকে আসা দুটি পৃথক ফ্লাইটে ওই ২৬ জন বাংলাদেশি পৌঁছান। তারা সঠিকভাবে নথিপত্র পূরণ করেননি এবং সন্দেহজনক হিসেবে বিবেচিত হন।

দেশটির জাতীয় দৈনিক স্টার অনলাইন-এর প্রতিবেদন বলছে, আন্তর্জাতিক আগমন গেটে নামার পর একেপিএস কর্মকর্তারা ২৬ জন বাংলাদেশিকে আটক করেন। পরে তাদের জরুরি ভিত্তিতে নিজ দেশে ফেরত পাঠানো হয়।

বুধবার (৬ আগস্ট) এক বিবৃতিতে একেপিএস জানায়, “প্রাথমিক তদন্তে দেখা গেছে ২৬ বাংলাদেশি মালয়েশিয়া প্রবেশের জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ করেননি এবং তারা ভ্রমণের জন্য সন্দেহজনক যুক্তি দিয়েছেন বলে প্রমাণিত হয়েছে।”

সংস্থাটি আরও জানিয়েছে, পরবর্তী ফ্লাইটে তাদের বাংলাদেশে ফেরত পাঠাতে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার জন্য হুমকি এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের প্রবেশ রোধে একেপিএসের গোয়েন্দা ও পর্যবেক্ষণ ইউনিট কাজ করে যাচ্ছে।

এই বিভাগের আরও খবর

dainikamarbangla

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ