অনলাইন নিউজপোর্টাল বাংলা এডিশনের অপরাধ তদন্ত টিম ‘ক্রাইম এডিশন টিম’কে মাইটিভি অফিসে আটকে রাখার অভিযোগ ওঠেছে। আজ (৪ আগস্ট) রাত ১০টা ৪০ মিনিটে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি জানান। তিনি বলেন, ‘‘মাইটিভির মালিক নাসির উদ্দীন সাথী এবং তার ছেলে তৌহিদ আফ্রিদীর বিরুদ্ধে নানা অভিযোগ নিয়ে অনুসন্ধানে নামে বাংলা এডিশনের ‘ক্রাইম এডিশন টিম’।’’ তিনি অভিযোগ করেন, ‘বাংলা এডিশনের ক্রাইম এডিশন টিমকে ধরে নিয়ে তাদের অফিসে আটকে রেখেছে মাইটিভি কর্তৃপক্ষ।’
এ ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করে জনপ্রিয় প্রবাসী এই সাংবাদিক আরও বলেন, ‘আমাদের টিমকে ন্যূনতম অপমান করা হলে মাইটিভির পৃথিবী অন্ধকার বানায়ে ফেলা হবে।’
উল্লেখ্য, ইলিয়াস হোসেন একজন প্রবাসী সাংবাদিক। তিনি দীর্ঘদিন একুশে টিভিতে কাজ করেছেন। এই টিভির ‘একুশের চোখ’ নামক অনুষ্ঠানে ক্রাইম রিপোর্টিং করে তিনি বেশ খ্যাতি অর্জন করেন। তবে তৎকালীন হাসিনা সরকারের গুম, খুন, দুর্নীতি, বিরোধীদলের নেতাকর্মীদের গ্রেফতার-নির্যাতন, সরকারের ভারত তোষণনীতি ও অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে হাসিনা সরকার তাকে দেশ ছেড়ে যেতে বাধ্য করে। পরবর্তীতে তিনি আমেরিকায় আশ্রয় গ্রহণ করেন। সেখান থেকেই নিয়মিতভাবে হাসিনা সরকারের নানা অপকর্ম তুলে ধরে প্রতিবাদ অব্যাহত রাখেন। জুলাই গণঅভ্যুত্থানে জনমত গঠনসহ নানাভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন হাসিনা সরকার কর্তৃক নির্যাতিত এই সাংবাদিক। হাসিনা সরকারের বিদায়ের পরও জেলবন্দি আলেমদের মুক্ত করাসহ অন্যায়ভাবে আটকে রাখা লোকজনদের মুক্তির ব্যাপারে সরব ভূমিকা পালন করছেন। এখনও দেশের নানান সমস্যা নিয়ে আলোচনা-সমালোচনা করে অন্তবর্তীকালীন সরকারকে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করছেন এবং জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। গণমানুষের কথা তুলে ধরতে তিনি ‘বাংলা এডিশন’ নামে অনলাইন নিউজপোর্টাল চালু করেন, যেটি গত ১৬ জুলাই উদ্বোধন করা হয়।