logo
ads

আগস্টে ‘নাশকতার শঙ্কা’: রাজধানীতে পুলিশের চিরুনি অভিযান

বিশেষ প্রতিবেদক

প্রকাশকাল: ৩ আগস্ট ২০২৫, ১০:৫১ এ.এম
আগস্টে ‘নাশকতার শঙ্কা’: রাজধানীতে পুলিশের চিরুনি অভিযান

ছবি: সংগৃহীত

গত বছরের ৫ আগস্টের ঘটনার পটভূমিতে আগস্ট মাসকে ঘিরে নতুন করে ‘নাশকতার শঙ্কা’ দেখা দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। রাজধানীজুড়ে তাই চালানো হচ্ছে ব্যাপক চিরুনি অভিযান। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে আন্দোলনকারী রাজনৈতিক কর্মীদের তৎপরতা ঠেকাতেই তারা আগেভাগেই সক্রিয় ভূমিকা নিচ্ছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম বলেন, “এ মাসকে কেন্দ্র করে অনেকের মধ্যে আশঙ্কা আছে। পত্রপত্রিকায় শঙ্কার কথা বলা হয়েছে। এসব নিয়ে পুলিশ খুবই অ্যাকটিভ। আমাদের প্রত্যেকটা টিম, প্রত্যেকটা থানা, প্রত্যেকটা ইউনিট কাজ করছে।”

শনিবার (২ আগস্ট) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে ‘র‌্যাব পরিচয়ে’ একটি ডাকাতির ঘটনায় গ্রেপ্তারের তথ্য জানাতে গিয়ে উপকমিশনার মাসুদ আলম এই মন্তব্য করেন।

তিনি আরও বলেন, “পতিত সরকারের অনেক নেতাকর্মীর ঢাকা শহরে পাঁচ-সাতটা করে ফ্ল্যাট রয়েছে, যেখানে নেতাকর্মীদের এনে রাখার ব্যবস্থা করা হয়। সেসব স্থানেও পুলিশের দৃষ্টি রয়েছে। এ ছাড়া, আবাসিক হোটেল, মেস ও বস্তি এলাকায় যেখানে এ ধরনের নাশকতার তৎপরতা চলতে পারে, এমন প্রত্যেকটা জায়গায় পুলিশ কাজ করছে।”

ডিএমপি কর্মকর্তারা জানান, ইতোমধ্যেই রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রতিদিনই সন্দেহভাজনদের আটক করা হচ্ছে। এ প্রসঙ্গে উপকমিশনার মাসুদ বলেন, “যারা জাতীয় পরিচয়পত্র না দেয় বা তথ্য গোপন করে, এমন প্রতিদিনই ধরতেছি। ‘আমি কেন এসেছি’ এমন জবাব দিতে না পারি, তাহলে নিশ্চয়ই আমার মধ্যে সমস্যা আছে।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “কোনো নিরাপত্তা শঙ্কা নেই।” তিনি জানান, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতেই পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

পুলিশের এই তৎপরতা এবং ‘চিরুনি অভিযান’কে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় উত্তেজনা বিরাজ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মহল।

এই বিভাগের আরও খবর

dainikamarbangla

বিশেষ সংবাদ