বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্র কর্তৃক আরোপিত পাল্টা শুল্ক হার কমানোকে অন্তর্বর্তী সরকারের একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে তুলে ধরেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। শুক্রবার, ১ আগস্ট, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, যুক্তরাষ্ট্র পূর্বে বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছিল। তবে ট্রাম্প প্রশাসন তা ১৫ শতাংশ হ্রাস করে বর্তমানে ২০ শতাংশ শুল্ক কার্যকর করেছে। এই প্রসঙ্গে ড. আসিফ নজরুল তার ফেসবুক পোস্টে লেখেন: ‘১৫ শতাংশ কমিয়ে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক ২০ শতাংশ। অ্যানাদার সাকসেস অফ ইন্টেরিম গভর্নমেন্ট।’