logo
ads

৪৮তম (বিশেষ) বিসিএস: ৬ আগস্ট থেকে ভাইভা শুরু

যাপ্র ডেস্ক

প্রকাশকাল: ২৮ জুলাই ২০২৫, ০১:২১ এ.এম
৪৮তম (বিশেষ) বিসিএস: ৬ আগস্ট থেকে ভাইভা শুরু

ছবি: সংগৃহীত

৪৮তম (বিশেষ) বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার (ভাইভা) তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

রোববার (২৭ জুলাই) এক বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, “৪৮তম (বিশেষ) বিসিএসের ভাইভা শুরু হবে আগামী ৬ আগস্ট (বুধবার) সকাল ১০টায়। ওই দিন সহকারী ডেন্টাল সার্জন পদের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে।”

এর আগে অনুষ্ঠিত এমসিকিউ পরীক্ষায় মোট ৫ হাজার ২০৬ জন প্রার্থী উত্তীর্ণ হন। এর মধ্যে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের সহকারী সার্জন পদে উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৬৯৫ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে উত্তীর্ণ হয়েছেন ৫১১ জন।

পিএসসি জানিয়েছে, স্বাস্থ্য খাতে জনবল নিয়োগের লক্ষ্যে ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষার আয়োজন করা হয়েছে। বিভিন্ন ধাপ সম্পন্ন হওয়ার পর নিয়োগ প্রক্রিয়া এখন মৌখিক পরীক্ষার পর্যায়ে পৌঁছেছে।

এই বিভাগের আরও খবর

dainikamarbangla

বিশেষ সংবাদ