এক ব্যক্তি নিয়মিত জাল টাকা ছাপাতো। একদিন ভুল করে একটা ১৪ টাকার জাল নোট তৈরি করে ফেলল!
চিন্তায় পড়ে গেল—এটা দিয়ে কীভাবে বাজারে ঠেকাবে?
সন্ধ্যার সময় সে গেল এক পানওয়ালার কাছে।
বলল:
— ভাই, এই নোটটা ভাঙাতে পারবেন?
পানওয়ালা একবার তাকিয়ে বলল:
— হ্যাঁ, হবে।
ব্যক্তি তো অবাক! এত সহজে কাজ হয়ে গেল?
পানওয়ালা পকেট থেকে বের করল দুইটা ৭ টাকার নোট, দিয়ে বলল:
— এই নিন, আপনার ভাঙতি!