logo
ads

সচিবালয় ঘেরাও শিক্ষার্থীদের, শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি

বিশেষ প্রতিবেদক

প্রকাশকাল: ২২ জুলাই ২০২৫, ০৩:২৫ পি.এম
সচিবালয় ঘেরাও শিক্ষার্থীদের, শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি

ছবি: সংগৃহীত

উত্তরার মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তে প্রাণহানির পর রাত তিনটায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা সচিবালয় ঘেরাও করেছেন। মঙ্গলবার দুপুর সোয়া ২টায় তারা বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের এক নম্বর গেটের সামনে অবস্থান নেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা স্লোগান দেন, “ভুয়া ভুয়া”, “আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব দে” ও “শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাই”। তারা প্রশ্ন তোলেন—রাত ৩টায় পরীক্ষার স্থগিতাদেশ কেন, আগেই সিদ্ধান্ত নেওয়া হয়নি কেন?

বিক্ষোভের কারণে সচিবালয়ের সব গেট বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় যানজট। একইসঙ্গে ঢাকা শিক্ষা বোর্ডের সামনেও শিক্ষার্থীরা ফল পুনঃমূল্যায়নের দাবিতে আন্দোলন করে, পরে তারা সচিবালয়ের মূল ফটকে এসে আন্দোলনে একত্রিত হন।

এই বিভাগের আরও খবর

dainikamarbangla

হাইলাইটস

বিশেষ সংবাদ