logo
ads

নতুন ইসি গঠনে দেশ-বিদেশে ভালো বার্তা যাবে: আমীর খসরু

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ২৫ নভেম্বর ২০২৪, ১২:০০ এ.এম
নতুন ইসি গঠনে দেশ-বিদেশে ভালো বার্তা যাবে: আমীর খসরু

ঢাকা: নতুন নির্বাচন কমিশন গঠনকে ভালো পদক্ষেপ হিসেবে দেখছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সবাই জানতে চাইছে নির্বাচনের রোডম্যাপ কী, কবে নির্বাচন হবে। দেশি-বিদেশি অংশীজনরা জানতে অপেক্ষা করছেন। আজ নতুন ইসির শপথ নেওয়ার পরিপ্রেক্ষিতে এ নিয়ে একটি ভালো বার্তা যাবে।

রোববার (২৪ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

শপথগ্রহণ পরবর্তী কাজে নতুন নির্বাচন কমিশন সফল হবে বলে আশা করেন আমীর খসরু। তিনি বলেন, একটা সুষ্ঠু নির্বাচনের দিকে তারা যত দ্রুত সম্ভব এগিয়ে যাবে। সেটাই প্রত্যাশা থাকবে আগামী দিনে।

তুরস্ক বাংলাদেশিদের জন্য চিকিৎসা ব্যবস্থাকে আরও সহজ এবং উৎসাহী করতে চায় বলে জানান বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য। একইসঙ্গে রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে দেশটি।

এই বিভাগের আরও খবর

dainikamarbangla

হাইলাইটস

বিশেষ সংবাদ