শুক্রবার ১৬, জানুয়ারি ২০২৬

শুক্রবার ১৬, জানুয়ারি ২০২৬ -- : -- --

বিসিবি পরিচালক নাজমুল পদত্যাগ না করলে ক্রিকেট খেলা বন্ধ রাখার হুঁশিয়ারি কোয়াবের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৬, ১০:৩৭ পিএম

ছবি: সংগৃহীত

বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরের মধ্যে পদত্যাগ না করলে দেশের সব ধরনের ক্রিকেট কার্যক্রম বন্ধ রাখার আল্টিমেটাম দিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

বুধবার (১৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন।

তিনি বলেন, “বিপিএলের ম্যাচ শুরুর আগেই নাজমুল ইসলামকে পদত্যাগ করতে হবে। অন্যথায় ক্রিকেটাররা সম্মিলিতভাবে খেলায় না নামার সিদ্ধান্ত নিয়েছেন।”

মোহাম্মদ মিঠুন আরও বলেন, “ক্রিকেটারদের নিয়ে নাজমুল ইসলামের সাম্প্রতিক বিতর্কিত মন্তব্যের প্রতিবাদেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি ক্রিকেটারদের সম্মান ও পেশাদারিত্বের সঙ্গে সাংঘর্ষিক।”

এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক মিডিয়া বিজ্ঞপ্তিতে জানায়, এম নাজমুল ইসলামের মন্তব্য অনুপযুক্ত, আপত্তিকর বা আঘাতজনক হিসেবে বিবেচিত হতে পারে। তবে বোর্ড স্পষ্ট করেছে, অনুমোদিত চ্যানেল ছাড়া কোনো পরিচালকের ব্যক্তিগত মন্তব্য বোর্ডের অবস্থান বা নীতির প্রতিফলন নয়।

বিসিবি আরও জানায়, ক্রিকেটারদের প্রতি কোনো ধরনের অসম্মান বা বাংলাদেশ ক্রিকেটের সুনাম ক্ষুণ্ন হলে সে ক্ষেত্রে যথাযথ শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে বোর্ড পুনর্ব্যক্ত করেছে, দেশের জন্য নিষ্ঠা ও গর্বের সঙ্গে প্রতিনিধিত্ব করা খেলোয়াড়দের প্রতি তাদের পূর্ণ সমর্থন ও সম্মান অব্যাহত থাকবে।

Link copied!
Development by বিডি আইটি এজেন্সি