শুক্রবার ১৬, জানুয়ারি ২০২৬

শুক্রবার ১৬, জানুয়ারি ২০২৬ -- : -- --

ফিফা বিশ্বকাপ ট্রফি ঢাকায় পৌঁছেছে

যাপ্র খেলাধুলা ডেস্ক

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৬, ০২:৫৯ পিএম

ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী সফরের অংশ হিসেবে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ট্রফি আজ সকালে ঢাকায় এসে পৌঁছেছে। বিশেষ বিমানে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানো ট্রফির সঙ্গে ছিলেন ব্রাজিলের কিংবদন্তি মিডফিল্ডার গিলবার্তো সিলভা, যিনি ২০০২ সালে বিশ্বকাপ জিতেছিলেন।

ঢাকা বিমানবন্দরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল ট্রফি গ্রহণ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী এবং এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান।

ট্রফিটি রাজধানীর র‍্যাডিসন ব্লু হোটেলে নিয়ে যাওয়া হয়েছে। বিকেলে কোকা-কোলা আয়োজিত ‘আন্ডার দ্য ক্যাপ’ ক্যাম্পেইনের নির্বাচিত বিজয়ীরা ট্রফিটি সরাসরি দেখার এবং তার সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন। আয়োজনটি বেলা ২টা থেকে ৪টা পর্যন্ত চলবে। সাধারণ দর্শকদের জন্য ট্রফি প্রদর্শন করা হবে না।

ফিফা ট্রফি প্রদর্শনের সময় দেশের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সংক্ষিপ্ত আয়োজন করা হয়েছে। ২০২৬ সালের বিশ্বকাপ আসর অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় আগামী জুন ও জুলাইয়ে।

Link copied!
Development by বিডি আইটি এজেন্সি