শুক্রবার ১৬, জানুয়ারি ২০২৬

শুক্রবার ১৬, জানুয়ারি ২০২৬ -- : -- --

হাদিকে নিয়ে মানববন্ধন করায় দুই জুলাইযোদ্ধাকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫, ১১:৩২ পিএম

রাজধানীর উত্তরা এলাকায় ‘জুলাই রেভেলস’ সংগঠনের দুই সদস্যের ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে তাদের গুরুতর জখম করেছে।

শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উত্তরা ৪ নম্বর সেক্টরে এ হামলার ঘটনা ঘটে। জুলাই বিপ্লবীদের প্ল্যাটফর্ম মঞ্চ-২৪ এর উদ্যোক্তা অন্তু মুজাহিদ শনিবার রাত ১০টার দিকে সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

প্রাপ্ত তথ্যে জানা যায়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর গুলির ঘটনার প্রতিবাদে আয়োজিত মানববন্ধন শেষে ফেরার পথে তারা হামলার শিকার হন। উত্তরা ৪ নম্বর সেক্টরে পৌঁছালে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।

পরে মুমূর্ষু অবস্থায় আহত দুই সদস্যকে উদ্ধার করে উত্তরার ৬ নম্বর সেক্টরের ইউএসবি স্পেশালাইজড হসপিটালে (রাজউক কলেজ সংলগ্ন) ভর্তি করা হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তাদের দুজনের অবস্থাই আশঙ্কাজনক।

এদিকে ঘটনার খবর পেয়ে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানা গেছে।

Link copied!
Development by বিডি আইটি এজেন্সি