শনিবার ১৭, জানুয়ারি ২০২৬

শনিবার ১৭, জানুয়ারি ২০২৬ -- : -- --

বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে অব্যাহতি

যাপ্র নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৬, ০৫:৪৮ পিএম

ছবি: সংগৃহীত

সাবেক ক্রিকেটার তামিম ইকবাল ও ক্রিকেটারদের ট্রফি জিততে না পারা নিয়ে মন্তব্যের জেরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামকে বোর্ডের অর্থ কমিটির প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিসিবির এক জরুরি অনলাইন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর আগে এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে সব ধরনের ক্রিকেট কার্যক্রম বয়কটের ঘোষণা দেয় ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্রিকেটাররা মাঠে নামবেন না বলেও স্পষ্ট জানায় সংগঠনটি।

বৃহস্পতিবার রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন।

সংবাদ সম্মেলনে মিঠুন বলেন, ‘আমরা অসহায় হয়েই এ অবস্থানে যেতে বাধ্য হয়েছি। আমরা খেলার বিপক্ষে নই। কিন্তু সবকিছুরই একটা সীমা থাকে, আর সেই সীমা অতিক্রম করা হয়েছে। পুরো ক্রিকেট অঙ্গনকে অপমান করা হয়েছে।’

তিনি আরও অভিযোগ করেন, ‘উনি ক্রিকেট সংশ্লিষ্ট প্রতিটি সেক্টরকে হেয় করেছেন। ক্রিকেটের প্রতি তার কোনো সম্মান নেই। আইসিসি ট্রফি জয় থেকে শুরু করে বিশ্বকাপে অংশগ্রহণের মূল্য—কোনো কিছুরই মর্যাদা তার বক্তব্যে প্রতিফলিত হয়নি।’

এ বিষয়ে জাতীয় দলের অধিনায়ক মিরাজ বলেন, ‘আমরা সবসময় বলি, বোর্ড আমাদের অভিভাবক। সেই জায়গা থেকে এমন মন্তব্য আসা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। প্রায়ই আমাদের শুনতে হয়—“আমাদের টাকায়ই তো তোমরা চলছ।” কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল।’

উল্লেখ্য, তামিম ইকবাল ভারতে বিশ্বকাপ খেলতে যাবার ব্যাপারে ইতিবাচক মন্তব্য করেন যা দেশের সাধারণ মানুষ পছন্দ করেনি। এর পরপরই বিসিবির এই বোর্ড ডিরেক্টর জনগণের আবেগকে সম্মান জানিয়ে তামিম ইকবালকে 'দালাল' বলে অভিহিত করেন। তারপর থেকেই এম নাজমুল ইসলামের প্রতি ক্ষোভ প্রকাশ করতে থাকেন কিছু ক্রিকেটাররা। 

Link copied!
Development by বিডি আইটি এজেন্সি