logo
ads

বিমান দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন চরমোনাই পীর

যাপ্র নিউজ ডেস্ক

প্রকাশকাল: ২১ জুলাই ২০২৫, ০৬:৪৬ পি.এম
বিমান দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন চরমোনাই পীর

চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম | ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম উত্তরার মাইলস্টোন কলেজ ভবনের ওপর বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন।

সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, একটা স্কুলের ওপরে বিমান বিধ্বস্ত হওয়ার ভয়াবহতা কল্পনা করে আমরা উৎকণ্ঠিত ও উদ্বিগ্ন হয়ে আছি। এখন প্রাথমিক কাজ হিসেবে দ্রুততার সঙ্গে উদ্ধার কাজ সমাপ্ত করতে হবে। আহতদের যথাযথ সুচিকিৎসার আওতায় নিয়ে আসতে হবে। আমরা জেনেছি বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী ও ফায়ার সার্ভিস যৌথভাবে কাজ করছে। আমরা আশা ও দোয়া করি যাতে ক্ষয়-ক্ষতি যথাসাধ্য কমিয়ে আনা যায়। চরমোনাই পীর নিহত ও আহতদের প্রতি সমবেদনা প্রকাশ করে বলেন, এই দুর্ঘটনার কারণ তদন্ত করতে হবে। এটা নিছকই দুর্ঘটনা নাকি এর পেছনে কোন দুরভিসন্ধি আছে তা খতিয়ে দেখতে হবে। প্রশিক্ষণ বিমানটি প্রশিক্ষণের জন্য ফিট ছিলো কিনা তাও খতিয়ে দেখতে হবে। সবকিছু ঠিক থাকলেও ঢাকা মতো এতো জনবহুল শহরে প্রশিক্ষণের জন্য বিমান উড্ডয়ন করার যথার্থও বিবেচনা করতে হবে।

তিনি দেশবাসীর প্রতি দোয়া ও মোনাজাত করার আহ্বান জানান। একইসঙ্গে দুর্ঘটনাস্থলের আশপাশের মানুষদের উদ্ধার কার্যক্রমে এগিয়ে আসার অনুরোধ করেন এবং রক্তের প্রয়োজন হলে মানবিকভাবে সহযোগিতার আহ্বান জানান।

এই বিভাগের আরও খবর

dainikamarbangla

হাইলাইটস

বিশেষ সংবাদ