প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৬, ১১:৩৬ এএম
ইরানে সরকারবিরোধী আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া তরুণ এরফান সোলতানির মৃত্যুদণ্ড আপাতত কার্যকর করা হয়নি। তার পরিবার এবং নরওয়েভে অবস্থানরত মানবাধিকার সংগঠন হেনগাও-এর বরাতে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন।
২৬ বছর বয়সী এরফান সোলতানি একজন দোকান ব্যবসায়ী। তিনি তেহরানের উপকণ্ঠ কারাজ এলাকায় বসবাস করতেন। গত ৮ জানুয়ারি বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। এরপর মাত্র তিন দিনের মধ্যেই বিচার শেষে তাকে ফাঁসিতে ঝোলানোর রায় দেওয়া হয়।
বিচার চলাকালে সোলতানির পরিবারের কাউকে আদালতে উপস্থিত থাকতে দেওয়া হয়নি। এমনকি তার বোন পেশাদার আইনজীবী হওয়া সত্ত্বেও তাকে মামলার দায়িত্ব নিতে বা আদালতে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। বুধবার তার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা ছিল।
এরফান সোলতানির আত্মীয় সোমায়েহ জানান, তারা নিশ্চিত হয়েছেন যে নির্ধারিত দিনে দণ্ড কার্যকর করা হয়নি। তবে রায় পুরোপুরি বাতিল হয়েছে কি না, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য তারা পাননি।
এর আগে ওয়াশিংটনে হোয়াইট হাউসে এক বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান সরকার বিক্ষোভকারীদের হত্যা এবং আটক ব্যক্তিদের মৃত্যুদণ্ড কার্যকর করা আপাতত বন্ধ রেখেছে বলে তারা জানতে পেরেছেন। ওই বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত থাকার খবর প্রকাশ্যে আসে।
