প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৬, ১১:৪৭ এএম
ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে—এমন দেশগুলোর পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আজ (১৩ জানুয়ারি) মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে বিবিসি জানায়, সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, “ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাথে ব্যবসা করা যেকোনো দেশের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে মার্কিন যুক্তরাষ্ট্র। এই আদেশ চূড়ান্ত এবং তর্কাতীত।”
সামাজিক মাধ্যমে ট্রাম্প আরও জানান, এই শুল্ক তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। তবে ইরানের সঙ্গে ‘ব্যবসা’ বলতে ঠিক কী বোঝানো হচ্ছে, সে বিষয়ে তিনি কোনো ব্যাখ্যা দেননি। একই সঙ্গে এই সিদ্ধান্তের ফলে কোন কোন দেশের আমদানি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে—এ সম্পর্কেও হোয়াইট হাউস অতিরিক্ত কোনো তথ্য প্রকাশ করেনি।
বর্তমানে ইরানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন। এরপরের অবস্থানে রয়েছে ইরাক, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও ভারত। তেহরানে চলমান আন্দোলনে বিক্ষোভকারীদের হত্যার ঘটনায় সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পরই নতুন করে শুল্ক আরোপের এই ঘোষণা দিলেন ট্রাম্প।
উল্লেখ্য, ইরানি মুদ্রা রিয়ালের ধারাবাহিক অবমূল্যায়ন থেকে সৃষ্ট জনঅসন্তোষের জেরে ডিসেম্বরের শেষ দিকে দেশটিতে বিক্ষোভ শুরু হয়। এই পরিস্থিতি ক্রমেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বৈধতা সংকটকে আরও গভীর করেছে।
