শুক্রবার ১৬, জানুয়ারি ২০২৬

শুক্রবার ১৬, জানুয়ারি ২০২৬ -- : -- --

এবার ইরান সরকারের পক্ষে রাস্তায় নেমেছে লাখ লাখ মানুষ

যাপ্র আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৬, ০৯:০৮ পিএম

ইরান সরকারের পক্ষে রাজপথে লাখো মানুষ | ছবি: প্রেসটিভি

গত কয়েক দিন ধরে ইরানে অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে সরকারবিরোধী বিক্ষোভ চলতে দেখা যাচ্ছে। এসব বিক্ষোভে সহিংসতা ছড়িয়ে পড়ায় হতাহত হওয়ার খবরও মিলেছে। ইরান কর্তৃপক্ষের দাবি, এই আন্দোলন ‘বিদেশি মদদপুষ্ট’ বিক্ষোভকারীদের দ্বারা পরিচালিত।

সরকারি বক্তব্য অনুযায়ী, বিক্ষোভকারীরা বিভিন্ন সরকারি স্থাপনায় ভাঙচুর চালিয়েছে এবং মসজিদে আগুন দিয়েছে। এসব ঘটনার প্রতিবাদ জানাতে এবার সরকারের পক্ষে রাস্তায় নেমেছেন বিপুল সংখ্যক মানুষ।

রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সরকারসমর্থনে আয়োজিত এসব কর্মসূচিতে লাখো মানুষ অংশ নিয়েছে। প্রচারিত ভিডিওতে দেখা যায়, আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন সরকারের প্রতি সমর্থন জানিয়ে দেশের বিভিন্ন শহরে বড় ধরনের জমায়েত হয়েছে। কেরমান ও জাহেদানসহ একাধিক শহরের মিছিলে অংশগ্রহণকারীদের হাতে সর্বোচ্চ নেতা খামেনির ছবি, পবিত্র কোরআন ও জাতীয় পতাকা দেখা যায়।

প্রেস টিভির তথ্যমতে, কেরমানের রাস্তায় মিছিলরত জনতা ‘আমেরিকার পতন’ কামনা করে স্লোগান দেয়। এর আগে সোমবার (১২ জানুয়ারি) সরকারি সংস্থাগুলোর পক্ষ থেকে দেশজুড়ে শাসকগোষ্ঠীর সমর্থনে মিছিলের ডাক দেওয়া হয়। টানা দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ এবং অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটেই এই কর্মসূচি নেওয়া হয়।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি প্রচারিত ফুটেজে জনতাকে স্লোগান দিতে শোনা যায়—‘আমাদের জাতি জেগে উঠেছে এবং দাঙ্গাবাজদের ঘৃণা করে’ এবং ‘আমরা বিপ্লবী সৈনিক, আমরা ফেতনাবাজদের ঘৃণা করি’।

ফারস নিউজ এজন্সির বরাতে জানানো হয়, মধ্য ইরানের শহর আরাকে এক সমাবেশে মাইক্রোফোনে বক্তৃতা দিতে গিয়ে একজন বক্তা বলেন, সবারই সমস্যা আছে, কিন্তু তারা বিদেশিদের হাতে নিজের ভাগ্যের সিদ্ধান্ত তুলে দেয় না। তারা আমেরিকা ও ইসরায়েলের হাতে দাবার চাল তুলে দেয় না।

এদিকে ইরান সরকার দাবি করছে, বিদেশি মদদপুষ্ট বিক্ষোভ তারা ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণে’ এনেছে এবং শিগগিরই ইন্টারনেট সেবা পুনরায় চালু করা হবে। সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, দেশজুড়ে বিক্ষোভ দমনে রক্তক্ষয়ী অভিযানের পর এখন ‘পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে’।

Link copied!
Development by বিডি আইটি এজেন্সি