শুক্রবার ১৬, জানুয়ারি ২০২৬

শুক্রবার ১৬, জানুয়ারি ২০২৬ -- : -- --

এপ্রিলে এসএসসি ও জুনে এইচএসসি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৬, ১২:২৯ এএম

ছবি: সংগৃহীত

আগামী এপ্রিলের শেষ সপ্তাহে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই সঙ্গে এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী জুনের শেষ সপ্তাহে আয়োজন করা হবে। এ ছাড়া এইচএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম শুরু হবে আগামী ১ মার্চ থেকে।

শিক্ষা ক্যালেন্ডার অনুযায়ী সাধারণত প্রতি বছর ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও মহামারি করোনাসহ বিভিন্ন পরিস্থিতির কারণে গত কয়েক বছর ধরে এই নিয়মিত সূচি অনুসরণ করা সম্ভব হয়নি।

এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং পবিত্র রমজান মাস বিবেচনায় নিয়ে এসএসসি পরীক্ষা এপ্রিলের শেষ সপ্তাহে নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা ও ফরম পূরণের কার্যক্রম সম্পন্ন হয়েছে। বর্তমানে পরীক্ষার্থীরা চূড়ান্ত প্রস্তুতির মধ্যে রয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির জানান, পরীক্ষার সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন। টেস্ট পরীক্ষা ও ফরম পূরণসহ প্রাথমিক কাজগুলো শেষ পর্যায়ে রয়েছে। তবে মাঠপর্যায় থেকে কোনো বিশেষ অনুরোধ এলে ফরম পূরণের সময়সীমা এক–দুদিন বাড়ানো হতে পারে বলে তিনি উল্লেখ করেন।

Link copied!
Development by বিডি আইটি এজেন্সি