২৩ জুলাই ২০২৫, ০১:৩৯ পি.এম

বৃহস্পতিবারের (২৪ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত

বৃহস্পতিবারের (২৪ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত

সকল বোর্ডের অধীন বৃহস্পতিবারের (২৪ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত ঘোষণা করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড ২২ জুলাই এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানায়। স্থগিত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

গতকাল (২১ জুলাই) রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনার পরিপ্রেক্ষিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হলো।

বিমান দুর্ঘটনায় এখনো পর্যন্ত ৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরো ১৬৫ জন। আহতদের মধ্যে বেশিরভাগের অবস্থা আশংকাজনক যারা রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।