২২ জুলাই ২০২৫, ০৭:০৩ এ.এম

মঙ্গলবারের (২২ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

মঙ্গলবারের (২২ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

অবশেষে মঙ্গলবারের (২২ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা আনুষ্ঠানিকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড ২২ জুলাই এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানায়। স্থগিত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

গতকাল (২১ জুলাই) রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনার পরিপ্রেক্ষিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হলো।

এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সোমবার দিবাগত রাত ৩টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে জানান, ‘আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।’

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমও আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত সংক্রান্ত একটি পোস্ট নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছেন।

বিমান বিধ্বস্তের ঘটনায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দেড় শতাধিক।

মাইলস্টোনের ক‍্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ মঙ্গলবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। গতকাল মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়।