রবিবার ১৮, জানুয়ারি ২০২৬

রবিবার ১৮, জানুয়ারি ২০২৬ -- : -- --

ভারতে মুসলিম হবার কারণে শ্রমিককে হত্যার অভিযোগে রণক্ষেত্র, সাংবাদিকসহ আহত ১৬

যাপ্র আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৬, ০৯:৫৪ এএম

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বেলডাঙায় এক মুসলিম পরিযায়ী শ্রমিকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১৬ জন আহত হয়েছেন।

নিহত আলাউদ্দিন শেখ বেলডাঙার বাসিন্দা ছিলেন এবং ঝাড়খণ্ডে ফেরিওয়ালার কাজ করতেন। স্থানীয় পুলিশ ঘটনাটিকে আত্মহত্যা বলে দাবি করলেও নিহতের পরিবার ও স্বজনদের অভিযোগ, সংখ্যালঘু পরিচয়ের কারণে তাকে নির্যাতনের পর হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।

আলাউদ্দিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ স্থানীয়রা বিক্ষোভে নেমে পড়েন। তারা ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রেললাইনে বসে পড়লে সাড়ে তিন ঘণ্টার বেশি সময় ধরে উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে সড়ক ও রেল যোগাযোগ বন্ধ থাকে। বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষ, ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় অন্তত ১২ জন আহত হন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে চারজন সাংবাদিকও হামলার শিকার হন।

ঘটনাটি রাজ্য রাজনীতিতেও ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বিজেপির রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন, তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক অশান্তি উসকে দিচ্ছে। অন্যদিকে কংগ্রেস নেতা অধীর চৌধুরী সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে সতর্ক করে বলেছেন, কোনো অবস্থাতেই সাংবাদিকদের ওপর হামলা বরদাশত করা হবে না।

পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়েছে। মুর্শিদাবাদের জেলাশাসক নিতিন সিংহানিয়া জানিয়েছেন, নিহতের পরিবারের জন্য চাকরি ও আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে। পাশাপাশি জেলার পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ২৪ ঘণ্টার বিশেষ কন্ট্রোলরুম চালু করা হয়েছে।

শুক্রবার রাত পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে, বেলডাঙা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ টহল ও রুট মার্চ অব্যাহত রেখেছে।

Link copied!
Development by বিডি আইটি এজেন্সি