বৃহস্পতিবার ১৫, জানুয়ারি ২০২৬

বৃহস্পতিবার ১৫, জানুয়ারি ২০২৬ -- : -- --

যে তিন কারণে ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৬, ০৮:০৪ পিএম

ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল (বাফুফে ভবন পরিদর্শনকালে) | ছবি: সংগৃহীত

ভারতে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্যে সেই আশঙ্কাই স্পষ্ট হয়ে উঠেছে।

সোমবার বাফুফে ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটি চিঠি দিয়েছে, যেখানে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগের কথা উল্লেখ করা হয়েছে। ওই চিঠিতে তিনটি নির্দিষ্ট কারণ তুলে ধরা হয়েছে।

আসিফ নজরুলের ভাষ্য অনুযায়ী, আইসিসির নিরাপত্তা বিভাগের আশঙ্কার প্রথম কারণ হলো—বাংলাদেশ দলের হয়ে মোস্তাফিজুর রহমান খেললে নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে। দ্বিতীয়ত, বাংলাদেশের সমর্থকেরা যদি জাতীয় পতাকা কিংবা জাতীয় দলের জার্সি পরে প্রকাশ্যে চলাচল করেন, তাহলেও ঝুঁকি বৃদ্ধি পাবে বলে উল্লেখ করা হয়েছে। তৃতীয় কারণ হিসেবে বলা হয়েছে, নির্বাচন যত ঘনিয়ে আসবে, ততই বাংলাদেশের জন্য নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে।

এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আইসিসির যে সিকিউরিটি টিম আছে, সিকিউরিটি দায়িত্বে যারা আছে তারা একটা চিঠি দিয়েছে। সেই চিঠিতে বলা হয়েছে, তিনটা জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে। একটা হচ্ছে, বাংলাদেশ টিমে যদি মুস্তাফিজ অন্তর্ভুক্ত হয়। দুই হচ্ছে, বাংলাদেশ যে দলের যে সমর্থকরা আছে উনারা যদি বাংলাদেশের জাতীয় পতক জাতীয় যে জার্সি আছে আমাদের ন্যাশনাল জার্সি আছে এটা পড়ে যদি ঘোরাফেরা করে। আর থার্ড হচ্ছে, ইলেকশন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলে নিরাপত্তা নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে।’

তিনি আরও বলেন, ‘আইসিসি সিকিউরিটি টিমের এই বক্তব্য সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে যে ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার কোনো রকম পরিস্থিতি নাই।’

আইসিসির এই নিরাপত্তা মূল্যায়নের পরিপ্রেক্ষিতে ভারতে বাংলাদেশ দলের বিশ্বকাপ খেলা নিয়ে সংশয় আরও ঘনীভূত হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Link copied!
Development by বিডি আইটি এজেন্সি