বৃহস্পতিবার ১৫, জানুয়ারি ২০২৬

বৃহস্পতিবার ১৫, জানুয়ারি ২০২৬ -- : -- --

শিক্ষাপ্রতিষ্ঠানকে যেসব জরুরি তথ্য পাঠানোর নির্দেশ দিলো মাউশি

প্রকাশিত: ১১ আগস্ট ২০২৫, ০৭:৩২ এএম

জুলাই গণঅভ্যুত্থান বিষয়ে "শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শহীদ ও আহত জুলাইযোদ্ধা সম্পর্কিত প্রবন্ধসহ অন্যান্য তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।"

এই মর্মে একটি চিঠি রোববার (১০ আগস্ট) অধিদপ্তর থেকে জারি করা হয়েছে।

চিঠিতে উল্লেখ রয়েছে, "আগামী ২০ আগস্টের মধ্যে নির্ধারিত ই-মেইলে এ প্রবন্ধ পাঠাতে হবে। চিঠিটি সব আঞ্চলিক পরিচালক ও বিদ্যালয় পরিদর্শন শাখার আঞ্চলিক উপপরিচালককে পাঠানো হয়েছে।"

এ নির্দেশনা এসেছে "শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ৭ আগস্টের চিঠির নির্দেশনা অনুসরণ করে।" নির্দেশনায় বলা হয়েছে, "প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ‘জুলাই বিপ্লব ২০২৪’-এ শহীদ ও আহত জুলাইযোদ্ধা সম্পর্কিত প্রবন্ধসহ অন্যান্য তথ্য সংগ্রহ করে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।" এ তথ্য পাঠাতে হবে "মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পারফরম্যান্স, উদ্ভাবন ও সেবা উন্নয়ন অধিশাখার যুগ্ম-সচিব বদরুল হাসান লিটনের ঠিকানায়।"

আরও বলা হয়েছে, "লেখার সঙ্গে প্রমাণ হিসেবে এ পর্যন্ত পত্রিকায় প্রকাশিত সংবাদ, ছবি, সরকারি গেজেট ও অন্যান্য প্রমাণক সংযুক্ত করতে হবে। ই-মেইলের ক্ষেত্রে স্ক্যান কপি সংযুক্ত করতে হবে।"

এছাড়া, "প্রতিষ্ঠানপ্রধান, প্রতিষ্ঠানের সর্বোচ্চ সিনিয়র শিক্ষক এবং প্রবন্ধ লেখার সঙ্গে সংশ্লিষ্ট কমিটির সভাপতি—এই তিনজনের যৌথ স্বাক্ষরসহ প্রত্যয়নপত্র পাঠাতে হবে।"

সবশেষে নির্দেশ রয়েছে, "সফটকপি নিকস বাংলা ১৪ ফন্টে ই-মেইলে (apa@moedu.gov.bd)-এ পাঠানোর পাশাপাশি ad-admin@dshe.gov.bd ই-মেইলে সিসি করে পাঠানোর জন্য সব আঞ্চলিক পরিচালক ও বিদ্যালয় পরিদর্শন শাখার আঞ্চলিক উপপরিচালককে নির্দেশ করা হয়েছে।"

Link copied!
Development by বিডি আইটি এজেন্সি