২৬ অক্টোবর ২০২৫, ১০:১৮ পি.এম

সালমান খানকে নিষিদ্ধ করলো পাকিস্তান

সালমান খানকে নিষিদ্ধ করলো পাকিস্তান

বিতর্কিত মন্তব্যের জেরে পাকিস্তানে নিষিদ্ধ করা হয়েছে বলিউড অভিনেতা সালমান খানকে। দেশটির সরকার তাকে ১৯৯৭ সালের সন্ত্রাসবিরোধী আইনের আওতায় ‘সিডিউল–৪’ তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এই তালিকাটি মূলত তাদের জন্য, যাদের রাষ্ট্রবিরোধী বা সন্ত্রাসবাদের সঙ্গে সংশ্লিষ্ট বলে সন্দেহ করা হয়।

ভারতীয় গণমাধ্যম মিড-ডে–এর খবরে বলা হয়, বিষয়টির সূত্রপাত সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ‘জয় ফোরাম ২০২৫’ থেকে। সেখানে মধ্যপ্রাচ্যে ভারতীয় সিনেমার জনপ্রিয়তা নিয়ে আয়োজিত এক আলোচনায় অংশ নেন বলিউড তারকা সালমান খান, শাহরুখ খান ও আমির খান।

আলোচনার এক পর্যায়ে সালমান খান বলেন,
“এখন যদি এখানে (সৌদি আরবে) কোনো হিন্দি সিনেমা মুক্তি দেওয়া হয়, সেটা নিশ্চিতভাবেই সুপারহিট হবে। তামিল, তেলুগু বা মালয়ালম সিনেমাও শত কোটি রুপির ব্যবসা করতে পারে, কারণ এখানে অনেক দেশের মানুষ কাজ করেন—বেলুচিস্তান থেকে, আফগানিস্তান থেকে, পাকিস্তান থেকেও।”

এই মন্তব্যের পর পাকিস্তানে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। অভিযোগ ওঠে, সালমান খান বেলুচিস্তান ও পাকিস্তানকে আলাদা সত্তা হিসেবে উপস্থাপন করেছেন। পাকিস্তান সরকার বিষয়টিকে ‘রাষ্ট্রবিরোধী ও সংবেদনশীল’ মন্তব্য হিসেবে বিবেচনা করে তার বিরুদ্ধে পদক্ষেপ নেয়।

তবে ভারতীয় সামাজিক মাধ্যমে এ নিয়ে বিভক্ত মতামত দেখা গেছে। অনেকে মনে করছেন, সালমান খানের বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। তাদের মতে, তিনি কোনো রাজনৈতিক মন্তব্য করতে চাননি, বরং মধ্যপ্রাচ্যে ভারতীয় সিনেমার প্রসার নিয়েই কথা বলছিলেন।