১০ আগস্ট ২০২৫, ১১:১৮ পি.এম

স্বরণীয় ও আইকনিক কিছু নিয়ে ফিরছেন শাকিব খান

স্বরণীয় ও আইকনিক কিছু নিয়ে ফিরছেন শাকিব খান

ঢালিউড সুপারস্টার শাকিব খান বর্তমানে রয়েছেন যুক্তরাষ্ট্রে, প্রায় মাসখানেক ধরে সেখানে অবস্থান করছেন তিনি। তার যাওয়ার কিছুদিন পরই ছেলে শেহজাদ খান বীরকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রে উড়াল দেন অভিনেত্রী শবনম বুবলী। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের একসঙ্গে ঘুরে বেড়ানোর বেশ কিছু মুহূর্ত দেখা গেছে। তবে শুধু সময় কাটানো নয়, শাকিব যে যুক্তরাষ্ট্রে ভিন্ন কোনো বড় উদ্দেশ্যেও আছেন—তা তার ফেসবুক ও ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমেই স্পষ্ট হয়ে উঠছে।

গত শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের একটি স্টোরিতে শাকিব খান লেখেন, ‘বড় পর্দার জন্য বড় বড় স্বপ্ন নিয়ে দিনের পর দিন ছুটাছুটি চলছে। এই সময়ের নীরবতা মানে কোনো শূন্যতা নয়; বরং এটি এমন একটি মুহূর্ত, যা চুপচাপ রয়েছে বড় কিছু ঘটার অপেক্ষায়।’

শাকিব আরও লেখেন, ‘খুব শিগগিরই এমন কিছু নিয়ে ফিরে আসছি, যাতে থাকছে সাহসী, স্মরণীয় ও আইকনিক কিছু।’

তার এই স্টোরিগুলো স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে, তিনি খুব শিগগিরই নতুন কোনো বিশেষ প্রজেক্ট নিয়ে হাজির হতে যাচ্ছেন, যা তার ভক্তদের জন্য হয়ে উঠবে চমকপ্রদ ও আলাদা কিছু।

জানা গেছে, চলতি আগস্ট মাসের শেষ দিকে দেশে ফিরবেন শাকিব খান। এরপর সেপ্টেম্বরে শুরু হবে তার নতুন সিনেমার শুটিং, যেটি পরিচালনা করছেন বিজ্ঞাপন নির্মাতা সাকিব ফাহাদ। সিনেমাটি মুক্তি পেতে পারে আসছে ডিসেম্বরে।

উল্লেখ্য, সবশেষ শাকিব খানকে দেখা গেছে রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ সিনেমায়, যা মুক্তি পেয়েছিল গত ঈদুল আজহায়। সেখানে শাকিবের বিপরীতে ছিলেন অভিনেত্রী সাবিলা নূর।