৩১ জুলাই ২০২৫, ১২:২৮ পি.এম

আজ ঘোষণা হচ্ছে নতুন মুদ্রানীতি, জানাবেন গভর্নর আহসান এইচ মনসুর

আজ ঘোষণা হচ্ছে নতুন মুদ্রানীতি, জানাবেন গভর্নর আহসান এইচ মনসুর

বাংলাদেশ ব্যাংক আজ বৃহস্পতিবার ২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধের জন্য মুদ্রানীতি বিবৃতি (এমপিএস) প্রকাশ করবে। রাজধানীর মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গভর্নর ড. আহসান এইচ মনসুর আনুষ্ঠানিকভাবে এই নীতিমালা তুলে ধরবেন।

বিষয়টি নিশ্চিত করে গতকাল (৩০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এর আগে ২৯ জুলাই নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সাক্ষরিত বিজ্ঞপ্তিতে মুদ্রানীতি ঘোষণার সময়সূচি জানানো হয়।

গভর্নর এ সময় বিগত মুদ্রানীতির আওতায় নেওয়া পদক্ষেপের ফলাফল ব্যাখ্যা করবেন। তিনি তুলে ধরবেন কীভাবে “মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে গতিশীল করতে বর্তমান এমপিএস এর ফলাফল” কাজ করেছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের মুখ্য অর্থনীতিবিদ, আর্থিক গোয়েন্দা বিভাগের বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর প্রধানসহ অন্যান্য শীর্ষ কর্মকর্তা।

তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুন মাস শেষে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে মাত্র ৬ দশমিক ৪ শতাংশ, যা গত ২২ বছরে সর্বনিম্ন। অথচ লক্ষ্য ছিল ৯ দশমিক ৮ শতাংশ। ফলে বর্তমান ঋণপ্রবাহ অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়েছে।

উল্লেখযোগ্য যে, সর্বশেষ মুদ্রানীতি ঘোষিত হয়েছিল গত ১০ ফেব্রুয়ারি, ২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন) জন্য। সেই সময় গভর্নর আহসান এইচ মনসুর বলেছিলেন, ''২০২৪ ও ২০২৫ সাল বিনিয়োগ বৃদ্ধির বছর নয়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এলে চলতি বছরের জুন শেষে ব্যাংকঋণের নীতি সুদহার কমানো শুরু হবে।”

দীর্ঘদিনের উচ্চ মূল্যস্ফীতি দেশের অর্থনীতিকে চাপে রেখেছে। পূর্ববর্তী সরকারের মেয়াদে এই সংকট আরও প্রকট হয়।

এ প্রেক্ষাপটে সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার দফায় দফায় সুদের হার বাড়িয়ে গেছেন। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরও এই ধারা অব্যাহত ছিল। এতে মূল্যস্ফীতি কমার ক্ষেত্রে বড় কোনো প্রভাব না পড়লেও থমকে গেছে বিনিয়োগ। ব্যবসায়ী-উদ্যোক্তারা উচ্চ সুদের হারে বিনিয়োগ বিমুখ হয়েছেন। যার প্রভাবে অর্থনীতিতে এক ধরনের মন্দা চলছে।

নতুন মুদ্রানীতিতে এই পরিস্থিতি উত্তরণে কী নির্দেশনা আসছে, তা নিয়ে রয়েছে অর্থনৈতিক মহলে ব্যাপক আগ্রহ।